Bogatwi case, বগটুই হত্যা কাণ্ডে চার্জ গঠন

আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ১২ জুলাই: বগটুই গণহত্যা কান্ডের চার্জ গঠন হলো বীরভূমের রামপুরহাট মহকুমা আদালতে। প্রায় ২ বছর ৪ মাস পর এই মামলার চার্জ গঠন করা হলো। শুক্রবার রামপুরহাট মহকুমা আদালতে আদালতের জেলা অতিরিক্ত দায়রা বিচারকের এজলাসে এই চার্জ গঠন করা হয়। পাশাপাশি এই মামলায় আগামী ১২ ও ১৩ আগস্ট সাক্ষ্য গ্রহণ ও প্রমাণের দিনও ধার্য করেছে আদালত। এদিনের চার্জ গঠনের সময় উপস্থিত ছিলেন সিবিআইয়ের আইনজীবী পার্থ তপশ্রী।

প্রসঙ্গত, ২০২২ সালের ২১ মার্চ রামপুরহাট ১ নম্বর ব্লকের উপ প্রধান তৃণমূল কংগ্রেসের ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয়। ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে রামপুরহাট বগটুই মোড়ে ঘটনাটি ঘটে। ঘটনার দিন রাতেই অশান্ত হয়ে ওঠে বগটুই গ্রাম। কুপিয়ে ও আগুনে পুড়িয়ে নৃশংস ভাবে হত্যা করা হয় ন’জন মহিলা সহ দশ জনকে। কলকাতা উচ্চ আদালতের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। এই ঘটনায় দুই নাবালক সহ ২৬ জনকে গ্রেফতার করে তাদের বিরূদ্ধে মামলা দায়ের করে। মামলা চলাকালীন দুই নাবালক জামিন পায়। লালন শেখ নামে এক অভিযুক্ত ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। গণহত্যা কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত লালন শেখ একই বছরের ১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে মারা যায়। তাকে বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

এদিন ২৩ জন অভিযুক্তকে রামপুরহাট মহকুমা আদালতের দ্রুত নিস্পত্তি সম্পন্ন ফার্স্ট ট্র্যাক আদালতের অতিরিক্ত দায়রা বিচারক সন্দীপ কুণ্ডুর সামনে হাজির করা হয়। সিবিআইয়ের পক্ষের আইনজীবী বলেন, “১২০ বি, ১০৯ সহ বিস্ফোরক, অগ্নিসংযোগ, খুন সহ একাধিক মামলা দায়ের করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে।

আসামি পক্ষের আইনজীবী জাহির রাইহান বলেন, “তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি আনারুল হোসেন সহ ২৩ জনের নামে চার্জ গঠন হয়েছে। আমরা ছয়জনের জামিনের আবেদন করেছিলাম। বিচারক জামিনের আবেদন খারিজ করেছে। আগামী ১২ ও ১৩ আগস্ট সাক্ষ্য গ্রহণ হবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *