নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৮ জুলাই: আগষ্ট মাসের মাঝামাঝি ১৫০ আসনের রণকৌশল ঠিক করতে বৈঠকে বসবে বিজেপি। দিল্লিতেই এই বৈঠক হবে বলে মঙ্গলবার দমদম বিমানবন্দরে জানালেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।
প্রসঙ্গত, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে রাজ্যের সাংগঠনিক বিষয়ে আলোচনা করতে দিল্লি গিয়েছিলেন বিজেপি নেতারা। এদিন দিলীপ ঘোষ সহ রাহুল সিনহারা কলকাতায় ফেরেন। দমদম বিমানবন্দরে রাহুল সিনহা বলেন, ১৪০টি বিধানসভার আসন নিয়ে বৈঠক হয়েছে দিল্লিতে। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে। ফের আগষ্ট মাসের বাদবাকি বিধানসভার আসন নিয়ে কেন্দ্রীয় নেতারা আলোচনা করবেন। দিল্লিতে এই আলোচনার সম্ভবনা বেশি। কিন্তু বিধানসভার প্রস্তুতির আলোচনাকে অনেক সংবাদ মাধ্যম ভুল তথ্য প্রকাশ করেছেন বলে জানান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। দলে কোনও মতান্তর নেই বলেও জানান তিনি। বিজেপির বর্তমান সময়ে একটাই লক্ষ্য, তৃণমূলকে এরাজ্যে রাজনৈতিক ভাবে পরাস্ত করা। আমরা সেই আলোচনাই করেছি বলে জানান রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা।

