আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৪ ফেব্রুয়ারি: রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে এনআরসি ও সিএএ’র প্রতিবাদে রাজ্যের প্রতিটি জেলা ও ব্লকে প্রতিবাদ সভা, অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে এক কর্মিসভা অনুষ্ঠিত হল। কয়েক হাজার মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক হাজির হয়ে এন আর সি ও সি এ এ’র প্রতিবাদে শামিল হন।
প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি শহরে এন আর সি ও সি এ এ’র বিরুদ্ধে প্রতিবাদ সভা অনিষ্ঠিত হচ্ছে। যতদিন না কেন্দ্র সরকারের এই জনবিরোধী আইন প্রত্যাহার করা হবে ততদিন পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে। মন্ত্রী এও জানান, আমাদের নেত্রী যে আন্দোলন শুরু করেন তা শেষ করেন মানুষকে সাথে নিয়েই। আমাদের আন্দোলনের চাপে কেন্দ্র সরকার বাধ্য হবে এই আইন প্রত্যাহার করতে।