central government, Wakf Board, আর একচ্ছত্র অধিকার নয়! ওয়াকফ বোর্ডের ক্ষমতা নিয়ন্ত্রণে বিল আনতে চলেছে কেন্দ্র সরকার

আমাদের ভারত, ৪ আগস্ট: ওয়াকফ বোর্ডের ক্ষমতা নিয়ন্ত্রণে আনতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। সেই লক্ষ্যে দ্রুত সংসদে আইন আনা হতে পারে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, ওয়াকফ বোর্ডের একচ্ছত্র অধিকার খর্ব করতে অন্তত ৪০টি সংশোধনী আনা হতে পারে।সূত্রের খবর, চলতি সপ্তাহেই সংসদে এই সংশোধনী বিল পেশ করা হতে পারে।

গত শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ওয়াকফ বোর্ডের আইনি সংশোধন নিয়ে আলোচনা হয়েছে। সেখানে ৪০টি সংশোধনী নিয়ে কথাও হয়েছে। এর মধ্যে অন্যতম ওয়াকফ বোর্ডের জমি দখলের অধিকার আইন। বর্তমানে আইন অনুযায়ী ওয়াকফ বোর্ডের দখল করা সম্পত্তি বা জমিতে কোনরকম সরকারি পর্যালোচনা বা রিভিউ করা যায় না। পর্যালোচনা ছাড়াই ওয়াকফ বোর্ড জমি দখল করতে পারে। কোনো সম্পত্তি নিয়ে ব্যক্তিগত মালিকানা এবং ওয়াকফ বোর্ডের আইনি বিবাদ চললেও তাতে হস্তক্ষেপ করতে পারে না সরকার। এবার সেই অধিকারে রাশ টানতে চাইছে সরকার। বিতর্কিত কোনো সম্পত্তির মালিকানা আদতে কার তা খতিয়ে দেখার আইনি এক্তিয়ার সরকার নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছে।

ওয়াকফ বোর্ড গঠন এবং পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বলেও জানা যাচ্ছে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়েও আলোচনা হয়েছে। চলতি সপ্তাহে সংসদে বিষয়টি তুলে ধরা হতে পারে।

গত বছরের মে মাসে দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে, কেন্দ্র সরকার ওয়াকফ ১২৩টি সম্পত্তি শারীরিক পরিদর্শন করতে পারে। এই জমির উপর অধিকার দাবি করেছিল দিল্লি ওয়াকফ বোর্ড। গত বছর আগস্ট মাসে কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রক সম্পত্তিগুলি নিয়ে নোটিশ জারি করে।

বর্তমানে সারা দেশে ২৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৩০টি ওয়াকফ বোর্ড রয়েছে। ১৯৫৪ সালে পাশ হওয়া ওয়াকফ আইন ১৯৯৫ সালে সংশোধন করে ওয়াকফ বোর্ডকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছিল। বোর্ডের সারা দেশে ৮.৭ লক্ষেরও বেশি সম্পত্তি রয়েছে, যা ৯.৪ লক্ষ
একরজুড়ে বিস্তৃত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *