জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ জুন: ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্রীয় সরকার বঞ্চনা করে চলেছে। ২০১৪ সালের পর একটি পয়সাও এজন্য কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেনি বলে অভিযোগ করলেন রাজ্যের জল সম্পদ ও অনুসন্ধান মন্ত্রী মানস ভুঁইঞা। শুক্রবার তিনি খড়গপুর ১ নম্বর ব্লক কার্যালয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও জলসম্পদ দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি রিভিউ বৈঠক করেন।
পরে সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে ধীরে ধীরে রাজ্যের সমস্ত ব্লকেই এই দপ্তরের কাজ নিয়ে রিভিউ বৈঠক করবেন এবং ভবিষ্যতের জলসঙ্কট মেটানোর জন্য প্রতিটি ব্লকে “টাস্ক ফোর্স” গঠন করে জলসম্পদ উন্নয়নের কাজ করা হবে। কৃষিক্ষেত্রে সেচের জল পৌঁছে দেওয়ার জন্য জনপ্রতিনিধিদের নিয়ে কাজ করা হবে। সাম্প্রতিক অতিবৃষ্টিতে জেলার বিভিন্ন নদীতে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার মোকাবিলা সেচ দপ্তরের সঙ্গে যৌথভাবে কাজ করা হবে।

