আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ এপ্রিল: লকডাউনে জঙ্গলমহলের দিন আনা দিন খাওয়া মানুষগুলোর অবস্থা দিনের পর দিন বিপন্ন হয়ে পড়ছে। বিশেষ করে পডিহা, রাওতাড়া, পূর্ণাপানি, ঠাকুরপাড়ার মতো গ্রামগুলির বাসিন্দারা বিপাকে পড়েছেন। লকডাউনে জঙ্গল থেকে কাঠ, পাতা সংগ্রহ করার ছাড় রয়েছে ঠিকই, কিন্তু বাজার দোকান বন্ধ থাকায় তারা তা সংগ্রহ করলেও বিক্রি করতে পারছেন না। বর্তমানে
লকডাউন পরিস্থিতিতে জঙ্গলমহলে মোতায়েন থাকা সিআরপিএফের ৫০ নম্বর ব্যাটেলিয়ান বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি নিয়েছে।

শনিবার পূর্ণাপানি, জঙ্গলখাস, করমশোল এবং রাওতাড়া সহ ৮টি গ্রামের বাসিন্দাদের সুরক্ষিত থাকার জন্য সাবান, স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, মাস্ক, রুমাল বিতরণ করা হয়েছে। ব্যাটেলিয়ানের কমাডেন্ট বজরঙ্গ লাল বলেন, “এই জটিল পরিস্থিতিতে আমরা বাহিনীর পক্ষ থেকে এলাকার গ্রামগুলিতে খাবার, মাস্ক ও রেশন দ্রব্য বিতরণ করছি। লকডাউন যতদিন চলবে আমরা এই ধরনের দুঃস্থ মানুষদের গ্রামগুলিতে খাবার ও রেশন বিতরণ করতে থাকব।

