আমাদের ভারত, ২৯ জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অর্থনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে ২০২৪-২৫ ইথানল সরবরাহ বর্ষের জন্য রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলির ইথানল সংগ্রহ করার সংশোধিত মূল্যের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।
পিআইবি-র তরফে বুধবার জানানো হয়েছে, “২০২৪-এর ১ নভেম্বর থেকে এটি কার্যকর হবে। এর মেয়াদ শেষ হবে এ বছরের ৩১ অক্টোবর। কেন্দ্রীয় সরকারের ইথানল মিশ্রিত পেট্রোল বা ইথানল ব্লেন্ডেড পেট্রোল কর্মসূচির আওতায় ‘সি হেভি মোলাসেস ইথানল’ সংগ্রহ করার জন্য এখন থেকে মিলগুলিকে লিটার প্রতি ৫৭.৯৭ টাকা দেওয়া হবে। আগে এ বাবদ দেওয়া হতো লিটারপ্রতি ৫৬.৫৮ পয়সা।
ইথানল সরবরাহকারীদের জন্য আকর্ষণীয় মূল্য নির্ধারণ করা ছাড়াও এই উদ্যোগের ফলে বিদেশ থেকে তেল আমদানির ওপর নির্ভরশীলতা কমবে, দেশের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের সাশ্রয় হবে। আখ চাষিদের স্বার্থরক্ষার জন্য অতীতে ইথানলের ওপর জিএসটি এবং সেগুলি পরিবহণের খরচ আলাদাভাবে দেওয়া হত।
বর্তমানে ‘সি হেভি মোলাসেস ইথানলের’ দাম ৩ শতাংশ বৃদ্ধির ফলে বাজারে এর সরবরাহ আরও নিশ্চিত করা হল। কেন্দ্রীয় সরকারের ইথানল মিশ্রিত পেট্রোল কর্মসূচির আওতায় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি যে পেট্রোল বিক্রি করে, সেখানে ২০ শতাংশ ইথানল মেশানোর লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।
গত ১০ বছরে পেট্রোলে ইথানল মিশ্রণের ফলে ১,১৩,০০৭ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হয়েছে। সরকার এর আগে সিদ্ধান্ত নিয়েছিল, ২০৩০ সালের মধ্যে পেট্রোলে ২০ শতাংশ ইথানল মিশিয়ে তা বিক্রি করা হবে। বর্তমানে সেই কর্মসূচিতে পরিবর্তন ঘটানো হয়েছে।
এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২০২৫-২৬ ইথানল সরবরাহ বর্ষেই ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি করা হবে। বর্তমান অর্থবর্ষে ১৮ শতাংশ হারে ইথানল মিশ্রণের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।
এই কর্মসূচি বাস্তবায়নের ফলে দেশজুড়ে গ্রিনফিল্ড এবং ব্রাউনফিল্ড ডিস্টিলারিজগুলিতে বিপুল পরিমাণ বিনিয়োগ হচ্ছে। ফলে, সেখানে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। এর ফলে, একদিকে যেমন বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে, পাশাপাশি বায়ু দূষণ কমবে। ইথানলের মূল্য বৃদ্ধির ফলে আখ চাষীদের পাওনা টাকা মেটানো সহজ হবে।”