সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ৮ মার্চ: ১৩ মার্চ তপন কান্দুকে গুলি চালানোর ঘটনার সময় পুলিশের নাকা তল্লাশিতে নিযুক্ত এসআই অনিমা অধিকারি সহ পুলিশ কর্মীদের জিজ্ঞাসাবাদ করল সিবিআই। ডিআইজি সিবিআই অখিলেশ সিং’য়ের উপস্থিতিতেই বিকেলে ফরেস্ট রেঞ্জ অফিসের অতিথি নিবাসের অস্থায়ী শিবিরে জিজ্ঞাসাবাদ করা হয়।
এদের বয়ান এবং কথোপকথন রেকর্ড করে রাখে সিবিআই। শুক্রবার আইসি সঞ্জীব ঘোষকে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা রয়েছে। আট ঘাট বেঁধে এবং ছক কষেই তদন্ত করতে চাইছেন সিবিআইয়ের আধিকারিকরা।
প্রসঙ্গত, কর্তব্যে গাফিলতির অভিযোগে ১৯ মার্চ ক্লোজ করা হয়েছিল সাব ইন্সপেক্টর অনিমা অধিকারি, দু’জন কনস্টেবল, এক জন এনভিএফ ও একজন স্পেশাল হোম গার্ডকে। এঁরা সবাই নাকা তল্লাশির কাজে ছিলেন। তপন কান্দুর খুনের ঘটনার সময় ঘটনাস্থল থেকে ১০০ মিটারের মধ্যেই নাকা তল্লাশি চলছিল। ওই সময় মোটর সাইকেলে চড়ে দুষ্কৃতীরা তপন কান্দুকে খুন করে কীভাবে অবাধে পালিয়ে গেল? সিবিআই আধিকারিকদের এই প্রশ্নের উত্তর তদন্তের মাধ্যমে উঠে আসবে।
বনবিভাগের ঝালদা রেঞ্জের গেস্ট হাউসে গড়ে তোলা অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় তপন কান্দু খুনের প্ৰত্যক্ষদর্শী সুভাষ গড়াই, যাদব রজক, প্রদীপ চৌরাসিয়া, উজ্জ্বল চট্টরাজ ও নিহতের ভাইপো মিঠুন কান্দুকে। আজ সকাল ১০ টা থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ।

