আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৫ নভেম্বর :
কালী পুজোর ঠাকুর দেখে রাতে বাড়ি ফেরার পথে একটি মারুতি সুজুকি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। জলে ডুবে ড্রাইভার সহ তিন জনের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে এগরা–বেতা রাস্তার বটতলার কাছে।
ঘটনার খবর পেয়ে এগরা থানার ওসি কাশীনাথ চৌধরীর নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া মারুতি গাড়ি থেকে চারজন কে উদ্ধার করে এগরা সুপার স্পেসিলিটি হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। গাড়িতে থাকা চতুর্থ ব্যক্তি অবশ্য সুস্থ আছেন। পুলিশ চতুর্থ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মৃত তিন জনের পরিচয় উদ্ধার করতে সমর্থ হয়। মৃতদের মধ্যে একজনের নাম সুব্রত জানা, বয়স ২২। অন্যজন শুভদীপ বর্মন, বয়স ২৭। মৃত এই দুজনের বাড়ি এগরা বালিঘাই বারানিধি গ্রামে। অপর জন রাজেন্দ্র বর, বয়স ৪০। তৃতীয় মৃত ব্যাক্তির বাড়ি এগরার ছোট নলগেড়িয়া গ্রামে। এই মর্মান্তিক দূর্ঘটনায় এগরা সহ গ্রামগুলোতে শোকের ছায়া নেমে আসে। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের পরে পরিবারের হাতে তুলে দেয়।