আমাদের ভারত, কলকাতা, ২২ আগস্ট: আর জি কর-কান্ডের প্রতিবাদে এবার সমাবেশের ডাক দিয়েছে ওপার বাংলা থেকে আসা বঙ্গসন্তানদের একাধিক সংগঠন। শুক্রবার বিকেলে শহীদ সূর্য সেন ভবনে ডাকা হয়েছে এই সমাবেশ।
বৃহস্পতিবার ‘ময়মনসিংহ প্রাক্তনী’-র সহ সভাপতি দেবব্রত গোস্বামী এই প্রতিবেদককে জানান, যোধপুর পার্ক সূর্য সেন ভবনে প্রতিবাদ সভা ও পথ পরিক্রমার আয়োজন করা হয়েছে বিকাল ৫টায়। সংগঠনের সদস্য/সদস্যাদের এই প্রতিবাদে যোগদান করতে আহ্বান জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক। তিনি জানিয়েছেন, “আমাদের মতো একাধিক সংগঠনের সদস্যদের এতে অংশ নেওয়ার কথা।”
ময়মনসিংহের প্রাক্তনীরা প্রায় ২৭ বছর আগে এই সংগঠন তৈরি করেন। প্রথম দিকে সদস্যসংখ্যা ছিল প্রায় ২০০। ধীরে ধীরে এখন হয়েছে প্রায় ৮০০। জন্মসূত্রে তাঁদের আনুমানিক ৬০% ময়মনসিংহের। এই প্রথম তাঁরা এরকম প্রতিবাদ সভা ও পথ পরিক্রমার ডাক দিয়েছেন।
বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে কি এরকম সমাবেশ ডেকেছেন? প্রশ্নের জবাবে দেবব্রতবাবু বলেন, “সংগঠনে পরিচালনমণ্ডলীর যে বৈঠকে আর জি কর নিয়ে সিদ্ধান্ত হয়েছে, তাতে বাংলাদেশ প্রসঙ্গটি উঠেছিলো। বিষয়টি পুরোদস্তুর রাজনৈতিক। বিভিন্ন স্তরে পরিস্থিতি স্বাভাবিক করা নিয়ে কথা চলছে। আমাদের সংগঠন অরাজনৈতিক। তাই এখনই তা নিয়ে প্রতিবাদসভা ও পথ পরিক্রমার কিছু অসুবিধা আছে। তবে, আমাদের অনেকে জন্ম ওপারে। তাই একটা আবেগ তো আছেই! সংগঠনের অনেকের প্রিয়জনরা এখনও ওপার বাংলায় থাকেন। নিয়মিত খবর পাই। কলকাতায় এই মুহূর্তে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার হিসাবে কেউ নেই। যিনি দায়িত্বে আসবেন, তাঁর কাছে আমরা বিষয়টি লিখিতভাবে জানাবো।”