আমাদের ভারত, ১৫ অক্টোবর: পুজোর কার্নিভাল বন্ধ করতে চেয়ে ময়দানে নেমে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। মঙ্গলবার দলীয় পতাকা ছাড়া রাজ্যের বিশিষ্ট নাগরিক থেকে আমজনতাকে মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
রেড রোড দুর্গা পুজো কার্নিভাল বয়কটের ডাক দিয়ে রাজপথে নামেন শুভেন্দুবাবু। রাজ্য সরকারের আয়োজিত দুর্গাপুজো কার্নিভাল বর্জনের ডাক দিয়ে এক এক মশাল মিছিলের ডাক দেওয়া হয়। সোমবারই সিউড়ি থেকে এই কর্মসূচির ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী।
সচেতন নাগরিক সমাজের ডাকে কলকাতার কলেজ স্কোয়ার থেকে কার্নিভাল বর্জন মিছিল তথা আর জি কর কান্ডের সুবিচার পেতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মশাল হাতে বিশাল প্রতিবাদ মিছিলে অংশ গ্রহণ করেন তিনি।