মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দফতর করোনার জীবানুমুক্ত করল কলকাতা পুরসভা

নীল বনিক, আমাদের ভারত, ১৬ এপ্রি : বৃহস্পতিবার সকালে খাদ্যভবন করোনার জীবানুমুক্ত করল কলকাতা পুরসভা। আজ সকালে নিউমার্কেটের পাশে খাদ্যভবনের সদর দফতরে আসে পুরসভার কর্মীরা। প্রথমে খাদ্যদফতরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘর করোনার জীবানুমুক্ত করা হয়। তারপর দফতরের বিভিন্ন ঘর জীবনুমুক্ত করে কলকাতা পুরসভার সাফাই বিভাগের কর্মীরা।

লকডাউনের সময় রাজ্যের মানুষের কাছে খাবার ও রেশন পৌছে দিতে কাজ করছেন দফতরের কর্মী ও অফিসাররা। তাই প্রতিদিন রাজ্যের এই দফতরে কাজ হচ্ছে। তারপর রেশন ডিলারদের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব মাঝেমধ্যেই মন্ত্রী ও আমলাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করছেন। বর্তমান সময়ে করোনার দাপট কিছুটা বৃদ্ধি পেয়েছে শহর কলকাতার কিছু জায়গায়। তাই দফতরের কর্মীদের সুরক্ষাতে আজ গোটা খাদ্য ভবন চত্বর করোনার জীবানুমুক্ত করা হয়। করোনার জীবানুমুক্ত করতে দমকলের কর্মীরাও খাদ্যভবনে আসেন। তারাও খাদ্যভবনের বহুতলত করোনার জীবানুমু্ক্ত করতে হাত লাগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *