জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২ অক্টোবর: মঙ্গলবার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত শ্যামলপুরের কাছে এক ব্যবসায়ী যুবককে গুলি করে দু’ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। শ্যামলপুর থেকে মিলেটারী রোড বাজারের রাইস মিলের উল্টো দিকের ফাঁকা রাস্তায় একটি গাছের আড়াল থেকে খড়্গপুরের ওই ব্যবসায়ী যুবক আজিজুল রহমানকে লক্ষ্য করে দুষ্কৃতীরা ২ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। দুষ্কৃতী দুই যুবক একটি বাইকে এসে আজিজুল রহমানের পথ আটকায় এবং তার ডান পায়ে গুলি করে ২ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায় বলে বলে অভিযোগ। আহত যুবককে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ছিনতাইকারী দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে।