আমাদের ভারত, হাওড়া, ১৩ এপ্রিল: ওরা এই মুহূর্তে সবচেয়ে অসহায়। করোনার করাল থাবায় চলছে লকডাউন। কিন্তু এই লকডাউনে ওদের জঠর জ্বালা কিছুতেই মেটেনি।বদু চারজন এসে যৎসামান্য পাশে দাঁড়াচ্ছেন ঠিকই, তবে তার পরিবর্তে যে সাহায্যের নামে ছবি তুলছেন এবং সোসাল মিডিয়ায় পোষ্ট করছেন তাতে সামাজিক ভাবে বিপন্ন বোধ করছেন নিজেরাই। কারন সম্মান ওঁদেরও আছে। শুধু করোনা পরিস্থিতির শিকার ওরা, এই যা। বিষয়টি মাথায় রেখে এবার গোপনে এগিয়ে এলেন এক ব্যবসায়ী। সকলের অলক্ষ্যে নিজের সাধ্যমতো অর্থ খামে করে পৌঁছে দিলেন বাড়ি বাড়ি। ঘটনাটি হাওড়ার এন ডি কলেজ সংলগ্ন এলাকায়। স্থানীয মানুষ খশি এই কাজে।
ব্যবসায়ী নাসির খান, তিনি আজ বিভিন্ন মানুষের হাতে খামে ভরে টাকা তুলে দিলেন। প্রথমে বারোশো টাকা দিয়েছিলেন, কিন্তু লোক সংখ্যা অনেক বেশি হওয়ায় তারপর তিনি ৫০০ টাকা করে দেন। আজ প্রায় ৬০০ লোকের বাড়ি বাড়ি গিয়ে এই টাকা বিলি করেন। তাঁর বক্তব্য এরা কেউ দুস্থ নন। কিন্তু এখন অনেকেরই হাতে টাকা নেই তাদের প্রয়োজন টাকা তাই তিনি এই উদ্যোগ নিয়েছেন। কেউ যাতে সংকোচ বোধ না করেন সেই কারণে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে খামটা বাড়ির কারো হাতে তুলে দেন।