সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৫ মার্চ: জনবহুল বাজার এলাকায় প্রকাশ্য দিবালোকে আচমকা এক ব্যবসায়ীকে কাটারির কোপ মারাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা দেখা দেয় বাঁকুড়ার জয়পুর থানার হিজলডিহা বাজারে। আজ সকালে হিজলডিহা বাজারে কাটারি দিয়ে এক ব্যবসায়ীর ঘাড়ে একের পর এক কোপ মারতে দেখা যায় এক ব্যক্তিকে। প্যান্টের পকেটের ভেতর লুকানো ছিল ধারাল কাটারি। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এই ব্যবসায়ীর নাম দেবাশিস ঘোষ। তাকে গুরুতর আহত অবস্থায় জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে যে, প্রতিদিনের দিনের মতোই নিজের মোটর সাইকেলের গ্যারেজ খুলেছিলেন দেবাশিস ঘোষ। দোকানের পাশে থাকা এক লটারি বিক্রেতার সঙ্গে তিনি গল্প করছিলেন। এই সময় সেখানে হাজির হয় স্থানীয় যুবক বনমালী মাঝি। লটারি বিক্রেতার সঙ্গে বনমালীর কথা বলার মাঝেই বনমালি আচমকাই নিজের পোশাকের মধ্যে লুকিয়ে রাখা কাটারি বের করে হামলা চালায় দেবাশিস ঘোষের ওপর। একের পর এক মোট তিনবার দেবাশিসের ওপর কাটারির কোপ মারা হয়। এই ঘটনায় গুরুতর আহত হন তিনি। স্থানীয় ব্যবসায়ীরা দেবাশিসকে উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে আহতকে অন্যত্র স্থানান্তরিত করা হয়।কি কারণে এই আক্রমণ তা জানা যায়নি। অভিযুক্ত যুবককে আটক করেছে জয়পুর থানার পুলিশ।