স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১৭ জুলাই:
শনিবার ভোরে নদীয়ার চাপড়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ভাতগাছি গ্রামে এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম আশিক হালসানা। তার বাড়ি ভাতগাছি গ্রামে।
এদিন সকালে স্থানীয় বাসিন্দারা গ্রামের শেষে একটি খালের ধারে মৃতদেহটি পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে মৃতদেহটি শনাক্ত করেন। মৃতদেহের বুকের ক্ষত দেখে স্থানীয়দের অনুমান গুলি লেগে ওই যুবককে মৃত্যু হয়েছে। তবে কে কারা কোন উদ্দেশ্যে ওই যুবককে খুন করল তা জানা যায়নি। মৃতের বোন জানিয়েছেন, দাদা কাল রাতে বাড়ি থেকে বেরোনোর পর আর বাড়ি ফেরেনি, সকালে জানতে পারি মৃতদেহ পড়ে আছে। চাপড়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।