জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৮ জুলাই: শুক্রবার সকালে সুস্থতা বোধ করতেই কলকাতায় এনআইএ আদালতে হাজিরা দিতে রওনা দিলেন জনসাধারণের কমিটির প্রাক্তন নেতা তথা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক ছত্রধর মাহাতো।
শ্বাসকষ্ট জনিত অসুস্থতার কারণে বুধবার তাকে প্রথমে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে এবং পরে সেখান থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল। শুক্রবার এনআইএ আদালতে তার হাজিরা দেওয়ার দিন ছিল, সেজন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। প্রায় ১২ বছর আগে রাজধানী এক্সপ্রেস ট্রেন আটক এবং লালগড়ের ১ সিপিএম নেতাকে খুনের অভিযোগের পুরনো মামলায় প্রেসিডেন্সি জেলে বন্দি ছত্রধর মাহাতো তার দুই ছেলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে প্যারোলে ২ থেকে ৮ জুলাই পর্যন্ত অন্তর্বর্তী জামিন নিয়ে লালগড়ের বাড়িতে আসেন। বুধবার দুই ছেলের বৌভাতের অনুষ্ঠানে তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে লালগড় গ্রামীণ হাসপাতাল হয়ে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একটি মেডিকেল বোর্ড গঠন করে শুরু হয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা। এরপর বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
গত বছর বিধানসভা ভোট মিটে যাওয়ার পর ২৭ মার্চ পুরনো ওই দুটি মামলায় ইউপিএ ধারা যুক্ত করে ছত্রধর মাহাতোকে তার লালগড়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে এনআইএ। সেই থেকে গত ১৫ মাস প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন তিনি।