আমাদের ভারত, বর্ধমান, ৩০ অক্টোবর: তৃণমূল কংগ্রেসের কার্যালয় দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল বর্ধমান শহরের রসিকপুর এলাকা। স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার রাতের এই ঝামেলার সময় ব্যাপক পরিমাণে বোমাবাজিও হয়। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। নামানো হয় র্যাফ। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি, নিজেদের মধ্যে একটা ছোট্ট ঝামেলা হয়েছিল, মিটে গেছে।
বর্ধমান স্টেশন থেকে তিনশো মিটারের মধ্যে জেলখানা মোড় এলাকা। এলাকাটি বর্ধমান পৌরসভার ৩ নং ওয়ার্ডের মধ্যে পড়ে। পাশেই বিগ বাজার। লাগোয়া এলাকা রসিকপুর নামে পরিচিত। জেলখানা মোড় এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় আছে। ওই অফিসটি তৃণমূল নেতা আব্দুল রবের বলে দাবি তৃণমূল কংগ্রেসের। কিছুদিন আগে জেলার সংখ্যালঘু সেলের চেয়ারম্যান হন মহম্মদ আসরাফ উদ্দিন। অভিযোগ, আসরাফ উদ্দিনের সঙ্গে আব্দুল রবের দীর্ঘদিনের ঝামেলা লেগে আছে। ফলে আসরাফ উদ্দিন পদ পাওয়ার পরে তার অনুগামীরা এলাকায় দাপিয়ে বেড়াতে শুরু করে বলে অভিযোগ আব্দুল রব গোষ্ঠীর।
বৃহস্পতিবার সন্ধে থেকে ফের ঝামেলা শুরু হয়। দুই গোষ্ঠীর লোকজন লাঠি, বাঁশ, রড, তলোয়ার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষ চলে। ফলে রাতের দিকে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় বোমাবাজিও শুরু হয় বলে অভিযোগ। বন্ধ হয়ে যায় এলাকার দোকানপাঠ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ। নামানো হয় র্যাফ। পুলিশ ওই এলাকা থেকে বেশ কিছু বোম উদ্ধার করে। আটক করা হয় কয়েকজনকে।
তৃণমূল নেতা আব্দুল রবের অভিযোগ, জেলখানা মোড় এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় আছে। কিছুদিন আগে আসরাফ উদ্দিন সংখ্যালঘু সেলের দায়িত্ব পায়। তার পরেই তার ছেলেরা এলাকায় দাপিয়ে বেড়াতে শুরু করে। তারা বাইরে থেকে ছেলে নিয়ে এসে আমাদের দলীয় কার্যালয় দখল নেওয়ার চেষ্টা করে। তাই এদিন আমাদের ছেলেরা প্রতিবাদ করেছিল। তার জেরেই একটা গন্ডগোল ঘটেছে। তবে বড় কোনো ঘটনা ঘটেনি।
অন্যদিকে, তৃণমূল নেতা আশরাফ উদ্দিন বলেন, তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দীর্ঘদিন ধরে তালা বন্ধ ছিল। আমাদের ছেলেরা সেখানে বসবে বলে ঠিক করেছিল। পরিবার বড় হলে নিজেদের মধ্যে মনোমালিন্য হতেই পারে, এখানেও একই ঘটনা ঘটেছে। আমরা নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে নিয়েছি।
পুলিশ জানিয়েছে দুই পক্ষের একটা গন্ডগোল হয়েছিল। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে বোমাবাজির ঘটনা ঘটেনি।