ভোটের প্রায় শেষ লগ্নে এসে বোমাবাজি, লাঠিচার্জের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো গারুলিয়া পৌর এলাকায়

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৭ ফেব্রুয়ারি: গারুলিইয়া পৌরসভার ২১ নং ওয়ার্ডে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটলো। গরুলিয়া পৌরসভার এই নজরকাড়া কেন্দ্রে বোমার ঘায় কোন মানুষ জখম না হলেও একটি কুকুর মরত্মক জখম হয়। ঘটনাস্থলে ব্যপক উত্তেজনার সৃষ্টি হয়। বিশাল পুলিশ বাহিনী। ঘিরে রেখেছে এলাকা। ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ভোট গ্রহণ বন্ধ থাকে। ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা উদ্ধার করে নোয়াপাড়া থানায় পুলিশ।

প্রসঙ্গত এই ওয়ার্ডে কাকা ও ভাইপোর মধ্যে
প্রতিদ্বন্দ্বীতা চলছে। একদিকে ভাইপো কুন্দন সিং বিজেপি প্রার্থী ও অপর দিকে সঞ্জয় সিং তৃণমূলের হয়ে ভোট যুদ্ধে নেমেছে। তাই এখানে প্রথম থেকেই একটা চাপা উত্তেজনা ছিল। বেলা গড়াতেই গণ্ডগোল শুরু হয়। বুথ জ্যাম করে ভোট লুটের অভিযোগ ওঠে তৃণমূলে বিরুদ্ধে। আর তাতে বাধা দিতেই গণ্ডগোল শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *