আমাদের ভারত, কলকাতা, ১৩ জুলাই: ফের বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল ভাটপাড়া এলাকায়। প্রকাশ্য দিবালোকে ভাটপাড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বারুইপাড়া এলাকায় একটি হোটেলের সামনে বোমা মারার ঘটনা ঘটালো দুষ্কৃতীরা। দিনের বেলায় এই বোমাবাজির ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
এদিন এলাকাবাসীরা হঠাৎ করেই বোমাবাজির শব্দ শুনতে পান। এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে খবর দেন। বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভাটপাড়া থানার পুলিশ বাহিনী। নির্বাচনের ফল বেরনোর পর থেকেই বারবার বোমাবাজির ঘটনা ঘটে চলেছে ভাটপাড়া এলাকায়। কি কারণে দুষ্কৃতীরা এই বোমা মারলো তা জানা যায়নি। তবে ঘটনাস্থলে পৌঁছায় ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাশেই এক বিজেপি কর্মীর বাড়ি থাকায় হয়তো রাজনৈতিক উদ্দেশ্যে থেকেই দুষ্কৃতীরা বোমা মেরেছে। তবে দিনে দুপুরে বোমাবাজির ঘটনায় আমরা আতঙ্কিত হয়ে গেছি।”
এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা বলেন, “এই এলাকা যথেষ্ট শান্ত এলাকা। এই শান্ত এলাকাকে অশান্ত করার জন্য দুষ্কৃতীরা এই বোমাবাজি ঘটিয়েছে। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। কোনও রাজনৈতিক দল জড়িত থাকলে তা পুলিশ তদন্ত করে বের করবেন।”

