১৩ ঘণ্টা পর বাড়ি থেকে উদ্ধার হল করোনায় মৃত প্রাক্তন পুলিশকর্মীর দেহ

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৪ সেপ্টেম্বর: সারাদিন টালবাহনার পর অবশেষে উদ্ধার হল করোনা আক্রান্ত হয়ে মৃত প্রাক্তন পুলিশ কর্মীর দেহ। ১৩ ঘণ্টা পর শুক্রবার সন্ধ্যে সাতটা নাগাদ স্বাস্থ্য দফতরের কর্মীরা দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থানার চম্পাহাটির রাইপুরের বাড়ি থেকে উদ্ধার করেন মেঘনাদ নস্কর নামে বছর পঁয়ষট্টির ঐ ব্যক্তির মৃতদেহ।

এদিন সকাল থেকেই টাল বাহনা চলছিল। বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। গত ১সেপ্টেম্বর তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। নিজের বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে শুক্রবার সকাল
৬টা নাগাদ তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর থেকেই দেহ ঘরের মধ্যে পড়েছিল। স্ত্রী, পুত্র, পুত্রবধূ সহ বাড়ির সকল সদস্যরা ঘরের বাইরে উঠানে বসেছিলেন। সকাল থেকে তাঁরা বারে বারে সোনারপুর থানা, বিডিও সহ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকদের সাথে যোগাযোগ করেন। সকাল থেকেই প্রতিবেশীরা মানসিক ভাবে ঐ পরিবারের পাশে থাকলেও করোনা আক্রান্ত হওয়ায় তাদের কাছে কোনও সাহায্য পৌঁছে দিতে পারেননি। তবে বিভিন্ন দফতর, থানায় যোগাযোগে তাঁরা সাহায্য করেছেন। কিন্তু কোথাও থেকে সঠিক ভাবে তাদের এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়নি বলে অভিযোগ। পাশাপাশি দীর্ঘক্ষণ ধরে তাদের ভুল পথে পরিচালনা করা হয়েছে বলেও অভিযোগ।

অবশেষে মেঘনাদ বাবুর ডেথ সার্টিফিকেট দেওয়া হয় স্বাস্থ্য দফতরের তরফ থেকে। সোনারপুরের বিডিও, এসডিও বারুইপুর ও সোনারপুর থানার পুলিশের সহযোগিতায় শুক্রবার সন্ধ্যায় দেহ উদ্ধার করে নিয়ে যান স্বাস্থ্য দফতরের কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *