Body, Dattapukur, দত্তপুকুরে যুবকের মাথাহীন দেহ উদ্ধার

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩ ফেব্রুয়ারি: এক অজ্ঞাত পরিচয় যুবকের মুন্ডুহীন দেহ উদ্ধার করল পুলিশ। সোমাবার সাত সকালে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে। পুলিশ জানিয়েছে, তার গলা কেটে খুন করার পাশাপাশি যুবকের যৌনাঙ্গ উন্মুক্ত ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সরস্বতী পুজোর সকালে সকলেই ব্যস্ত ছিল পুজোর জোগাড় করতে। গ্রামে পুজো সেই কারণে সবাই মাতোয়ারা ছিল। তার মধ্যেও অনেকে গিয়েছিলেন ক্ষেতের দিকে। ক্ষেতের মধ্যে থেকে বাইরে বেরিয়েছিল কেবল পা-দুটো। সকলের নজর পড়ে সেদিকেই। অত্যুৎসাহী হয়ে অনেকে ক্ষেতে উঁকি মেরে শিউরে ওঠেন। উন্মুক্ত যৌনাঙ্গ, হাত-পা বাঁধা, গলা কাটা। সরস্বতী পুজোর সকালে এই ভয়ঙ্কর ঘটনা ঘটে নদিয়ার ছোট জাগুলিয়ার মালিয়াকুর বাজিৎপুর এলাকায়। কৃষি জমি থেকে উদ্ধার এক যুবকের গলাকাটা দেহ। দত্তপুকুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। এখনও পর্যন্ত যুবকের পরিচয় জানা যায়নি। মনে করা হচ্ছে, বয়স চল্লিশের আশপাশে হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উওর ২৪ পরগনার বারাসতের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের মালিয়াকুর বাজিৎপুরের মধ্যস্থলে মাঠের মাঝে কৃষি জমি থেকে উদ্ধার হয় এই গলাকাটা মৃতদেহ। পুলিশ জানাচ্ছে, প্রমাণ লোপাটের জন্য দেহ কোনও দাহ্য পদার্থ দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। তাই পরিচয় জানতে সমস্যায় পড়তে হচ্ছে তদন্তকারীদের।

পুলিশ জানিয়েছে, ওই যুবকের গলা কাটা, লিঙ্গ ক্ষতিগ্রস্ত, হাত পা বাধা অবস্থায় ছিল। দেহটির মাথার খোঁজ চালাচ্ছে দত্তপুকুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে রক্তমাখা মদের গ্লাস, চিপসের প্যাকেট। ওই যুবক এলাকারও কোনও বাসিন্দা কিনা, এলাকার কেউ নিখোঁজ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *