আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১০ ডিসেম্বর:
বসিরহাট মহকুমার হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের হাড়োয়া ব্রিজ সংলগ্ন এলাকায় একটি ইটভাটার ভেতর থেকে উদ্ধার হল এক শ্রমিকের মৃতদেহ। মৃতের নাম কানাইয়া মাঝি (৪০)। তিনি বিহারের গয়া থেকে ইটভাটায় শ্রমিকের কাজ করতে এসেছিলেন। বুধবার রাতে হঠাৎই ইট ভাটার মধ্যে তার যে থাকার ঘর রয়েছে, সেখানে মৃত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন ওই ইঁট ভাটার অন্যান্য শ্রমিকরা। তারাই হাড়োয়া থানায় খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারণে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ ।