সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ৫ ডিসেম্বর: দেশ জুড়ে একের পর এক তরুণীকে ধর্ষণ, খুন এবং জ্বালিয়ে দেওয়ার ঘটনার মধ্যে খাস কলকাতায় সামনে এল এক চাঞ্চল্যকর ঘটনা। বৃহস্পতিবার সকালে বাগবাজার ঘাট থেকে উদ্ধার হয় এক তরুণীর বস্তাবন্দি পচা-গলা দেহ। বৃহস্পতিবার সকালে বস্তাবন্দি অবস্থায় দেহটি ভেসে আসতে দেখা যায়। এরপরেই পুলিশে খবর দেওয়া হলে তারা এসে দেহ উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বেশ কয়েকদিন আগেই খুন করা হয়েছে ওই তরুণীকে। কারণ তরুণীর মাথার পিছনে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। তবে, কীভাবে তরুণীকে খুন করা হয়েছে, তা স্পষ্ট নয়। ধর্ষণের পর খুন, পারিবারিক বিবাদ নাকি অবৈধ সম্পর্কের জেরে এই মর্মান্তিক পরিণতি তা খতিয়ে দেখছে পুলিশ।
আজ সকালে বাগবাজার ঘাটে বাসিন্দারা হঠাৎই লক্ষ্য করেন, নদীতে একটা বস্তা ভেসে আসছে এবং সেটি থেকে দুটি পা বেড়িয়ে রয়েছে। পুলিশ খবর পেয়ে এসে বস্তা পাড়ে টেনে এনে তা খুলতেই বেরিয়ে আসে তরুণীর পচা-গলা কঙ্কালসার দেহ। দেহটি এতটাই পচে গিয়েছে যে তা থেকে হাড়গোড় বেরিয়ে পড়েছিল। তবে তার মধ্যেই মাথার পিছনে আঘাত দেখা গিয়েছে। তাই কেউ তার ওপর নির্যাতন করে জলে ফেলে দিয়েছে, এমনটাও মনে করছেন গোয়েন্দারা। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই তরুণীর বয়স ৩০-এর কোঠায় হতে পারে। তরুণীর পরনে রয়েছে লাল, হলুদ ও সবুজ প্রিন্টের শাড়ি ছিল। তাঁর দুই হাতে দুটি ট্যাটু দেখা গিয়েছে। তার একটিতে কারও একটা নামও লেখা রয়েছে। সেই সূত্র ধরেই তদন্ত এগোচ্ছে পুলিশ। গত কয়েকদিনে কোনও থানায় কোনও তরুণীর নিখোঁজের মামলা রুজু হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।