স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৭ সেপ্টেম্বর: চোপড়া থানার নর্থ দিনাজপুর চা ফ্যাক্টরি মোড় এলাকায় ডোবার মধ্যে একটি দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের মতে এই এলাকায় একটি বাড়ির পেছনে ডোবার মধ্যে দেহটি ভেসে থাকতে দেখা যায়।
ঘটনার কথা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এলাকায়। স্হানীয় বাসিন্দা নৈরিৎ বর্মন জানান দেহ ভেসে থাকার কথা লোক মুখে জানতে পারি সকালে। ঘটনাস্থলে গিয়ে বুঝতে পারি ওই লোকটির নাম পলাশ অধিকারী, স্হানীয় কালাগছে বাড়ি। প্রাইমারি স্কুলের শিক্ষক। কিভাবে তিনি ঐ জায়গায় এসে ডোবার মধ্যে পড়লেন সেটা জানা যায় নি। পুলিশ কে জানানো হয়েছে। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানায় পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ।