Police body found, পরিত্যক্ত আবাসন থেকে পুলিশ কর্মীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য ছাতনায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৮ জানুয়ারি: থানার পিছনে পরিত্যক্ত আবাসনে এক পুলিশ কর্মীর আত্মহত্যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ছাতনায়।শোকের ছায়া বাঁকুড়া জেলা পুলিশ কর্মী মহলে। আজ সকালে ছাতনা থানার ঠিক পিছনে একটি পরিত্যক্ত পুলিশ আবাসনে ওই কনস্টেবলকে গলায় দড়ির ফাঁস লাগিয়ে ঝুলতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানাগেছে, মৃতের নাম হরেন্দ্রনাথ বাউরি (৪৬)। বাড়ি পুরুলিয়ায়। মৃত্যুর সংবাদ পেয়েই ছাতনা থানায় আসেন মৃতের স্ত্রী দুর্গাদাসী বাউরি ও তার পরিবারের লোকজন। তার স্বামীর এই অস্বাভাবিক মৃত্যুর জন্য এখনই কাউকে দায়ী করেননি মৃতের স্ত্রী। ময়নাতদন্তের রিপোর্ট ও পুলিশের তদন্তের উপর তার ভরসা রয়েছে বলে জানান। তবে তিনি মনে করেন ছুটি পেয়ে বাড়ি এলেই আগে যেমন সকলের সাথে আনন্দ মজা করে কাটাতেন, ইদানিং কেমন মনমরা হয়ে থাকতেন। কিছু জিজ্ঞাসা করলেই ক্ষিপ্ত হয়ে উঠতেন।

পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির কারণেই হরেন্দ্রনাথ আত্মহত্যা করেছেন। এবিষয়ে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *