সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২০ এপ্রিল: কর্তব্যরত এক এনভিএফ কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হল পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনে। মৃত
এনভিএফ কর্মীর নাম সুশীল কিস্কু(৪৬)। তিনি পুরুলিয়ার অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপারেশন) এর কোয়ার্টারের রক্ষী হিসেবে কর্মরত ছিলেন।
বেলগুমা পুলিশ লাইনের মধ্যে আজ হঠাতই গুলির শব্দ শুনতে পান সেখানে কর্মরত পুলিশ ও এনভিএফ কর্মীরা। ঘটনাস্থলে তাঁরা গিয়ে দেখেন কপালে গুলি লেগেছে ওই এনভিএফ কর্মীর। মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সুশীল কিস্কু। সঙ্গে সঙ্গে তারা ওই এনভিএফ কর্মীকে সেখান থেকে উদ্ধার করে তড়িঘড়ি পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা এনভিএফ কর্মী সুশীল কিস্কুকে মৃত বলে ঘোষণা করেন। পরে তার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে নিজের সার্ভিস রাইফেলের গুলিতেই মৃত্যু হয়েছে ওই এনভিএফ কর্মীর। তাঁর থুতনির নিচ থেকে গুলি করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
মৃত এনভিএফ কর্মীর বাড়ি বান্দোয়ানের কুইলাপালে। পুলিশের বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। পারিবারিক অশান্তির কারণে মানসিক অবসাদে এই ঘটনা ঘটতে পারে বলে অনুমান। গত কয়েকদিন ধরেই কাজে ছিলেন না। গতকাল তাঁর ছুটি ছিল। তার পরই কাজে যোগ দিয়েছিলেন তিনি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ মহলে।