সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া ৭ মার্চ: রেল লাইনের উপর নিখোঁজ যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিতে। আজ সকালে রেল লাইনের উপর মৃতদেহটি পড়ে থাকতে দেখা যায়। মৃতের নাম বিকাশ ওঝা(২২)। বাড়ি গঙ্গাজলঘাঁটি থানার ঘটকগ্রামে।
বিকাশের কাকা শশধর ওঝা জানান, কিছুদিন আগে বিকাশের বাবা বিশ্বনাথ ওঝা যাত্রীবাহী বাসের ধাক্কায় মারা যান। বিকাশরা পিঠোপিঠি ২ ভাই। বাবা মারা যাবার পর থেকে সংসার চালানোর ভার এসে পড়ে এই সদ্য কৈশোরউত্তীর্ণ ভাইদের উপর। শশধরবাবু জানান, বিকাশ মেজিয়া বিদ্যুৎ প্রকল্পের এক ঠিকা সংস্থায় জেসিবি অপারেটর হিসাবে কাজ করত। গত দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়ে দুর্ঘটনায় মাথায় জোর আঘাত পায়। ডান হাত অবশ হয়ে যায়। তখন থেকে মানসিক অবসাদে ভুগতে থাকে। ভেলোরে চিকিৎসা চলছিল। অনেকটাই সুস্থ হয়ে উঠছিল বলেই ডুকরে কেঁদে ফেললেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন বিকাশ। এদিন সকালে রানিগঞ্জ এমটিপিএস রেলপথের দুর্লভপুরের কাছে ডাবলুবিএল কেবিন সংলগ্ন রেললাইনের উপর বিকাশের কাটা দেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গঙ্গাজলঘাঁটি থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে।
স্থানীয়দের অনুমান, ডিভিসির মেজিয়া বিদ্যুৎ প্রকল্পের কয়লাবাহী মালগাড়িতে কাটা পড়েই যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।