Body, Bankura, বাঁকুড়ায় চাষের জমিতে নিখোঁজ আদিবাসী তরুণীর দেহ উদ্ধার

আমাদের ভারত, বাঁকুড়া, ৩ ফেব্রুয়ারি: ছাগল চরাতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন আদিবাসী এক তরুণী। এলাকারই একটি চাষের জমি থেকে রাতের দিকে মৃতদেহটি উদ্ধার হয়। ঘটনাটি বাঁকুড়ার ছাতনা থানার ঝাঁটিপাহাড়ি এলাকার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী শনিবার বেলায় বাড়ি থেকে বেরিয়েছিলেন। সন্ধে হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। মেয়ে না ফেরায় এলাকায় খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন ও স্থানীয়রা। রাতের দিকে গ্রামেরই একটি চাষের জমিতে ওই তরুণীর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়রাই পুলিশে খবর দেন। রাতের দিকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *