আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১২ অক্টোবর: এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। বৃহস্পতিবার সকালে চণ্ডী নস্কর নামে বছর পঞ্চান্নর ঐ গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বাড়ির অদূরে একটি গাছ থেকে। ক্যানিং থানার আঁধলা গ্রামের ঘটনা। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সাংসারিক অশান্তির জেরেই মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন চন্ডী। তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন ধরে পরিবারে শাশুড়ির সাথে বৌমা চন্ডী নস্করের অশান্তি চলছিল। গতকাল রাতে সেই অশান্তি চরমে ওঠে। এরপর পরিবারের অজান্তে বাড়ির কাছে বাগানে তেঁতুল গাছে নিজের শাড়ি গলায় দিয়ে আত্মহত্যা করে বৌমা চণ্ডী নস্কর(৫৫)।
সকালে পরিবার ও স্থানীয়রা দেখতে পেলে ক্যানিং থানায় খবর দেয়। ক্যানিং থানার পুলিশ এসে দেহটি গাছে থেকে নামিয়ে ময়নাতন্তে জন্য পাঠায়। পুরো বিষয়টির তদন্ত করছে ক্যানিং থানার পুলিশ।