স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৪ জুন: ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার। স্বামীর পরিবারের অত্যাচারে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, দাবি গৃহবধূর পরিবারের। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ। শান্তিপুর থানার ফুলিয়া বয়রা এলাকার ঘটনা।
জানা গেছে, দুই বছর আগে ওই এলাকারই যুবক বিকাশ সরকারের সঙ্গে ওই এলাকারই যুবতী কেয়া ঘোষের বিয়ে হয়। আজ সকালে দরজা বন্ধ অবস্থায় দীর্ঘক্ষন ডাকাডাকি করে কোনও সাড়া না মেলায় ঘরে ঢুকে দেখে ওই গৃহবধূ ঝুলন্ত অবস্থায় রয়েছে। গৃহবধূর বাবার বাড়ির সদস্যদের দাবি, বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে কেয়া ঘোষের উপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালাত স্বামী-শাশুড়ি ও পরিবারের অন্যান্য সদস্যরা। একাধিকবার তারা প্রতিবাদ করলেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। গৃহবধূর মা শিবানী ঘোষের দাবি, এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। আমরা চাইছি অভিযুক্তদের আইনত সাজা হোক।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। পাশাপাশি কি কারনে আত্মহত্যা, নাকি এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।

