আমাদের ভারত, ব্যারাকপুর, ২৪ জানুয়ারি: ব্যারাকপুরের জেটিয়া থানার অন্তর্গত কাঁচরাপাড়ার পাল্লাদহ গ্রামে নিজের ঘর থেকে উদ্ধার হলো ৭৬ বছর বয়সী ফুল জান বিবি নামে এক বৃদ্ধার গলাকাটা মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় বীজপুর এলাকাজুড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জেটিয়া থানার পুলিশ। বৃদ্ধাকে গলা কেটে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান। কী কারণে এই খুন সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, তবে মৃতার মেয়ের বয়ান অনুযায়ী বৃদ্ধার বাড়িতে ভাড়াটিয়ার সঙ্গে মনোমালিন্য চলছিল বেশ কিছুদিন ধরে। তারাও বেপাত্তা কয়েক দিন ধরে। ভাড়াটিয়ারা নিয়মিত ভাড়া না দেওয়ায় তাদের ঘর ছাড়ার নোটিশ দিয়েছিলেন বৃদ্ধা। তার জেরেই এই খুন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে।