আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২১ ফেব্রুয়ারি: শুক্রবার সকালে ইসলামপুর মহকুমার পাঞ্জিপাড়া এলাকার শান্তিকলোনীতে একটি মন্দিরের সামনে প্রাণীর দেহাংশের টুকরো পড়ে থাকতে দেখে এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষোভকারিদের হঠাতে পুলিশ লাঠি চালায় এবং কাঁদানে গ্যাসের সেল ফাটায়।
আজ সকালে মন্দিরের সামনে প্রাণীর দেহাংশ পড়ে থাকতে দেখে এলাকায় উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা দোষীদের গ্রেপ্তারের দাবিতে সকাল থেকেই ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে জাতীয় সড়ক অবরোধমুক্ত করে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছে, অবরোধ তুলতে পুলিশ নিরীহ এলাকাবাসীর উপর গুলি চালিয়েছে। পুলিশ অবশ্য গুলি চালনোর কথা অস্বীকার করেছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশের টহলদারি জারি রয়েছে।
Very useful content provided this site 👍👍👍👍