সাথী দাস, পুরুলিয়া, ৩ নভেম্বর: সল্টলেকের গেস্টহাউসের মধ্যে থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। মৃত্যু ঘিরে ঘনীভূত একাধিক রহস্য। বিবস্ত্র প্রেমিকার পাশে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার যুবকের নিথর দেহ। ২ মাস ধরে ভুয়ো নামে একই গেস্ট হাউসে থাকছিল ওই যুগল। প্রশ্নের মুখে পুলিশের নিরাপত্তা।
পুলিশ সূত্রে খবর, দুই মাস আগে ওই গেস্ট হাউসে একটি রুম বুক করা হয় নির্ঝর চৌধুরীর নামে। সেই সময় থেকেই এই রুমে পুরুলিয়ার বাসিন্দা রনি দত্ত এবং তার প্রেমিকা অনুশীলা চৌধুরী বসবাস করতেন। গতকাল এই যুগলের মধ্যে বচসা হয় এবং মারধরের ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে খবর। ওই যুবতীর দেহে এবং যুবকের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। যুবতীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ যুবকের দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। কি কারণে এই যুবকের মৃত্যু হল সেটা তদন্ত করে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তবে অন্যের নামে কি করে এই যুগল এই গেস্ট হাউসের রুম বুক করলো সেই বিষয় নিয়েই ফের একবার প্রশ্নের সন্মুখীন বিধাননগর পুলিশ।
পুরুলিয়ার ঝালদা থানার তুলিন ফাঁড়ির তুলিন গ্রামে মৃত যুবক রনি দত্তর বাড়ি। মা, বাবা, দুই বোন এবং দুই ভাই নিয়ে পরিবার। দুই বোনের বিয়ে হয়েছে অনেক আগেই। বাবা দীর্ঘদিন ধরে পরিবার থেকে আলাদা থাকেন। রনি দত্ত পুরুলিয়ার একটি চানাচুর কোম্পানিতে কাজ করত। সেই সময় রনি দত্তের সঙ্গে সোশ্যাল মাধ্যমে সম্পর্ক হয় অনুশীলা চৌধুরীর। কয়েক মাস আগে রনি বাড়ি থেকে কাজের নাম করে চলে যায়। তারপরই আজ রনি দত্তের মৃত্যুর খবর পরিবার জানতে পরে। তবে রনির বান্ধবী অনুশীলা চৌধুরীর বিষয়ে পরিবার সেরকম কিছুই জানতেন না। রনির মৃত্যুর খবর গ্রামে আসতেই পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।