স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১০ ফেব্রুয়ারি: কৃষিজমি থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় শুক্রবার চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এলাকায়। শুক্রবার সকালে এলাকার এক ভূট্টার জমিতে ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় একটি বাইকও।
ঘটনা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। সেখানে ভীড় জমায় উৎসুক জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। তার পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

