সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২০ মার্চ: বড়জোড়ার দামোদর নদের দুর্গাপুর ব্যারেজের সেচখাল থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আজ সকালে বড়জোড়া থানার পুলিশ অজ্ঞাত পরিচয় এই মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানাগেছে, বড়জোড়া থানার পখন্না অঞ্চলের মানগ্রাম-রাজপ্রসাদপুর সমবায় পাম্প সেন্টার সংলগ্ন দুর্গাপুর ব্যারেজের ৪৩২ ডিভিসি সেচখালে এক অজ্ঞাত পরিচয় পুরুষের দেহ ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা। তারা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃতদেহটি শনাক্ত করা যায়নি।
জানাগেছে, পুলিশ স্বতপ্রণোদিত হয়ে একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।