সাথী দাস, পুরুলিয়া, ১১ জানুয়ারি:
পুরুলিয়া শহরের ভাট বাঁধ এলাকায় একটি ইঁদারা থেকে শিশুর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। আজ সকালে শিশুটির দেহ ওই কুয়োতে ভাসতে দেখেন বাসিন্দারা। তাঁরাই পুলিশকে খবর দেন। পুরুলিয়া সদর থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, ওই শিশুটির বয়স আনুমানিক ৮ বছর। ফুল প্যান্ট শার্ট জুতো পরা অবস্থায় শিশুর দেহটি উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ওই শিশুটি পরিচিত নয়। কোথা থেকে কী করে শিশুটি ফাঁকা জায়গায় থাকা ইঁদারাতে কীভাবে পড়ে গেল তা বুঝতে পারছে না। না কি খুন করে ফেলে কেউ ফেলে দেয় ওই শিশুটিকে? প্রশ্ন বাসিন্দাদের। পুলিশ তদন্ত শুরু করেছে।