জয় লাহা, দুর্গাপুর, ৯ জুন: পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের খয়রাসোল এলাকায়। বৃহস্পতিবার সকালে জাতীয় সড়কের পাশে খয়রাসোলের একটি পুকুরের জলে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।