সাথী দাস, পুরুলিয়া, ১৮ জুন: অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার ঝালদায়। আজ বেলার দিকে কয়েকজনের নজরে পড়ে ঝালদা স্টেশনের কাছে মাঠের মধ্যে যুবকের দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছয় ঝালদা থানার পুলিশ ও রেল পুলিশ। দেহটি উদ্ধার করে ঝালদা থানার পুলিশ। মৃত্যুর কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান কেউ বা কারা খুন করে ফেলে দিয়ে যায় ওই যুবকের দেহ।


