জয় লাহা, দুর্গাপুর, ৫ আগষ্ট: নিখোঁজ ইস্পাতকর্মীর অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল শিল্পশহরে। পুলিশ সুত্রে জানা গেছে মৃতের নাম তারক চ্যাটার্জি (৪৭)। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্মী। জানা গিয়েছে, দুর্গাপুর ইস্পাত কারখানার প্লান্ট গ্যারেজে কর্মরত ছিলেন তারকবাবু।
মৃত তারকবাবুর পরিবার সূত্রে জানা গিয়েছে সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। সেদিন মর্নিং ডিউটির জন্য বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি। পরিবারের তরফে বার বার তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এরপর সোমবারই পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। তারপরও তাঁর খোঁজ না মেলায় তারকবাবুর পরিবারের তরফে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। খোঁজখবর শুরু হলে অবশেষে পরিত্যাক্ত রেস্ট রুমে তার দেহ মেলে। তবে তার মৃত্যুর কারণ নিয়ে রহস্যের দানা বেঁধেছে। অন্যদিকে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।