আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ আগস্ট: দাসপুরের নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল তমলুক থেকে।
গত ২৪ আগস্ট সোমবার থেকে নিখোঁজ ছিলেন দাসপুরের রামপুর গ্রামের বাসিন্দা গোরাচাঁদ গোস্বামী। স্থানীয়দের মতে ওনাকে শেষ দেখা গিয়েছিল রামপুরের পলাশপাই খালের নিকট। এর পরেই উনি নিখোঁজ হোন।
বৃহস্পতিবার সকাল থেকেই নদীতে ভাসমান একটি মৃতদেহের ছবি ফেসবুকে ঘোরাঘুরি করতে থাকে, এবং ছবির ওই মৃতদেহটি গোরাচাঁদ বাবুর বলে জানান তাঁর পরিবারের লোকজন। এর পরেই খোঁজাখুঁজি শুরু করে দাসপুর থানার পুলিশ ও পরিবারের সদস্যরা।
দীর্ঘ সময় খোজাখুঁজির পর দেহটি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে রূপনারায়ণ নদীতে পাওয়া গেছে বলে জানানো হয়েছে দাসপুর পুলিশের তরফে। ইতিমধ্যেই পরিবারের লোকজনকে তমলুক থানায় পাঠানো হয়েছে মৃতদেহ’টি শনাক্ত করণের জন্য।

