জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: শুক্রবার পশ্চিম মেদিনীপুরের শালবনী স্টেশনের মাঝে গোদাপিয়াশাল স্টেশন সংলগ্ন যোগেশ্বরপুরের কাছে একটি ফাঁকা জায়গায় ১৪১/১৭ ও ১৪১/১৮ আউট পোষ্টের মাঝে অজ্ঞাত পরিচয় এক মধ্যবয়স্ক মহিলার দেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। ওই মহিলা আপ লাইনের কোনও ট্রেনে কাটা পড়েছে বলে মনে করছে রেল পুলিশ। মহিলার নাম পরিচয় কিছু জানা যায়নি বলে শালবনী থানা সূত্রে জানা গেছে। শালবনী থানার পুলিশ ও রেল পুলিশ মৃত দেহটি উদ্ধার করে নিয়ে যায়।

