স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৮ নভেম্বর: জঙ্গলের মধ্যে এক অপরিচিত ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি রায়গঞ্জ থানার মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের দেবীতলা গ্রামের। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, দেবীতলা গ্রামে কানাই ঘোষ নামে এক ব্যক্তি বাড়ির পাশে বেশ কিছুদিন যাবদ পচা গন্ধ পাচ্ছিলেন। গতকাল সকালে সেই গন্ধের হদিশ করার কথা ছিল। বাড়ির কাজের জন্য গতকাল সেই কাজ করার সুযোগ পাননি।আজ সকালে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে নিয়ে তার হদিশ করতে যান। গিয়ে দেখেন এক ব্যক্তির দেহ ঝুলন্ত অবস্থায় পড়ে আছে। দেহ দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেন। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়। পঞ্চায়েত সদস্যের অনুমান বেশ কিছুদিন যাবদ এই জঙ্গলের মধ্যে দেহ পড়ে থাকায় দেহ পচন ধরে দুর্গন্ধ ছড়িয়েছে। মৃত ব্যক্তির পরিচয় উদ্ধার করতে পারেনি। পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।