আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১ ফেব্রুয়ারি: সর্ষে ক্ষেত থেকে ক্ষতবিক্ষত ও অর্ধনগ্ন অবস্থায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের লালগোলা থানার গোপালনগর এলাকায়। মৃত মহিলার নাম নাজেমা খাতুন(৩২)।
পরিবার সূত্রে জানা গেছে, নাজিমা খাতুন আজ অর্থাৎ সোমবার সকালে মাঠে জ্বালানি কুড়াতে বেরোয়, বিকেল তিনটে নাগাদ বাড়ির অদূরে সরষে ক্ষেতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন। স্থানীয়রা পরে ঘটনার খবর লালগোলা থানায় দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
পরিবার ও স্থানীয়দের দাবি, মাটিতে গলায় ফাঁস লাগানো অবস্থায় পড়েছিল মৃতদেহ। তার মৃত দেহের কাছেই মদের বোতল ও মদের গ্লাস পড়েছিল। প্রাথমিকভাবে অনুমান গৃহবধূকে প্রথমে ধর্ষণ ও তারপর প্রমাণ লোপাটের জন্য খুন করা হয়েছে। তবে কে বা কারা এ ঘটনায় জড়িত তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ।