জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ আগস্ট:
প্রায় ছ’ ঘণ্টা পর খাল থেকে উদ্ধার হল প্রতিবন্ধী এক কিশোরের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন দু’নম্বর ব্লকের কেদার এলাকায়। দেরিতে পাওয়া খবরে জানাগেছে, রবিবার সকালে বাড়ির লোকের নজর এড়িয়ে খালে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় টোটন পিটারি (১৪) নামে এক প্রতিবন্ধী কিশোর। সকাল
১০টা থেকে চারিদিকে খোঁজ চালানো হয় ওই কিশোরের।খবর দেওয়া হয় বেলদা থানায়। পরে পুলিশ ও গ্রামবাসীদের সহযোগিতায় প্রায় ৬ ঘণ্টা খালে তল্লাশি চালানোর পর বিকাল ৪টে নাগাদ ওই কিশোরের মৃতদেহ উদ্ধার হয়।


