অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৭ নভেম্বর: শারিরীক অসুস্থতায় মৃত্যু হল এক বি এস এফ জওয়ানের। প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওই বি এস এফ জাওয়ানের নাম চুনারাম কিস্কু।তিনি জম্মু কাশ্মীরে ১৭৩ নং ব্যাটেলিয়ানের এএস আই ছিলেন। সেখানে তাঁর শারিরীক অসুস্থতার কারনে মৃত্যু হয় ৫৫বছর বয়সের বি এস এফ জাওয়ান চুনারাম কিস্কুর।
শনিবার গ্রামের বাড়ি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের বাঘাগ্যাঁড়া গ্রামে পৌঁছাল তাঁর কফিনবন্দি মৃতদেহ। বি এস এফ এর কর্মীরা এদিন তাঁর মৃতদেহ পৌঁছে দেন তাঁর গ্রামের বাড়িতে। মৃত ওই জাওয়ানের বাড়িতে স্ত্রী দুই মেয়ে সহ একটি ছেলেও রয়েছে। গ্রামের বাড়িতে কফিনবন্দি দেহ আসতেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরে গান স্যালুট দিয়ে গ্রামের বাড়িতেই তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর পর তার শেষ কৃর্ত সম্পন্ন হয়। বি এস এফ জাওয়ানের মৃত্যু তে শোকাহত গোটা ঝাড়গ্রাম জেলা।