জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ আগস্ট:
মঙ্গলবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়া মেদিনীপুরের জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের ভবন থেকে দুই জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে। বুধবার ভোর সাড়ে চারটা নাগাদ ওই দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। মৃত শ্রমিকদের নাম রাম সরেন (৫০) ও শুভজিৎ প্রামানিক (২৩)। তাদের বাড়ি যথাক্রমে গড়বেতা ব্লকের আউশবান্ধি ও রঘুনাথপুর গ্রামে।

মঙ্গলবার দুপুর দুটো নাগাদ জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের পুরনো ভবন থেকে নবনির্মিত ভবনে জিনিসপত্র সরিয়ে আনার কাজ করছিলেন চুক্তিভিত্তিক পঁচিশ জন শ্রমিক। সেই সময় প্রবল বর্ষণের মধ্যে বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়লে চার জন শ্রমিক চাপা পড়ে যায়। তাদের মধ্যে দুজনকে দেখতে পান অন্যান্য শ্রমিকরা। দমকল কর্মীদের তৎপরতায় তাদের উদ্ধার করে বিকেল চারটে নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ৮ ঘন্টা উদ্ধারকাজে চালিয়েও বাকি দুজন শ্রমিককে উদ্ধার করতে পারেনি। এরপর দ্বিতীয় পর্যায়ে রাত বারোটা থেকে উদ্ধার কাজ শুরু করার পর ভোর সাড়ে চারটে নাগাদ বাকি দুজনের মৃতদেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

