পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ ফেব্রুয়ারি: আজ সাত সকালে দুই কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। চন্দ্রকোনার ধামকুড়া জঙ্গলে ঐ দুই কিশোরীকে একই ওড়নায় ঝুলতে দেখে এলাকাবাসীরা।পাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল ভাঙ্গা মোবাইল ফোন ও একটি ছুরি। ঐ দুই জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও আরেক জনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানাগেছে, একজনের নাম সুমি মুর্মু, বাড়ি লালগড় এলাকায়। মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে চন্দ্রকোনা থানার পুলিশ। তদন্তের স্বার্থে পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে।