আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৮ নভেম্বর: অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরে জেলার গোয়ালপোখর থানার পাটয়া এলাকায়। মৃতদেহটি ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোয়ালপোখর থানার পাটয়া গ্রামের কৃষকরা ধান কাঁটতে গিয়ে দেখেন ধানের জমিতে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। এই খবর জানাজানি হতেই মৃতদেহটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতদেহটি দেখতে আশপাশ থেকে ছুটে আসে বহু মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গোয়ালপোখর থানার পুলিশ।
মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে গোয়ালপোখর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দরা জানিয়েছেন, এখান থেকে বিহার মাত্র দেড় কিলোমিটার দুরে। এই রাস্তা দিয়ে বহু মানুষ চলাফেরা করে। এর আগেও আমাদের এখানে এই ধরনের ঘটনা ঘটেছে। প্রশাসনের এই বিষয়টি দেখা উচিৎ। পাশাপাশি এই এলাকার মানুষকে সচেতন হতে হবে যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে, বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।