স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ নভেম্বর:
রাসের শোভাযাত্রার রাতে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। খুন না কি দুর্ঘটনা তার তদন্তে পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের কন্দখোলা এলাকার।
সূত্রের খবর, আজ সকালে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন স্থানীয় মানুষ রক্তাক্ত অবস্থায় ওই যুবকের মৃতদেহটি দেখতে পান। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি দেখতে আসে। শান্তিপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। যদিও ওই যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি। রাসের শোভাযাত্রা দেখার জন্য এসেছিল কিনা তাও জানাযায়নি।
স্থানীয়দের দাবি, এই ঘটনার পিছনে অন্য কিছু কারণ থাকতে পারে। যেহেতু গতকাল শান্তিপুর রাসের শোভাযাত্রা ছিল তাই সারারাত মানুষের যাতায়াত ছিল। যেভাবে মৃতদেহটি পড়েছিল এবং রক্ত চারিদিকে ছড়িয়ে ছিল তাতে করে স্থানীয় বাসিন্দাদের দাবি, এই মৃত্যুর পেছনে অন্য কোনও ঘটনা রয়েছে। ময়না তদন্তের জন্য ওই যুবকের মৃতদেহ রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।